ভারতের দক্ষিণী সিনেমার সেনসেশন অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি তার জন্মদিন উপলক্ষে ওমানে ভ্যাকেশন উদযাপন করেছেন। তার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলো নেটিজেনদের মনে প্রশ্ন জাগিয়েছে—এই ভ্যাকেশনে তার সঙ্গে কে ছিলেন? রাশমিকার পোস্টের ছবিগুলোর সঙ্গে মিলে যায় দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার পোস্ট—এর ফলে নেটিজেনরা দুই তারকার প্রেমের নতুন অধ্যায়ের কথা ধরে নিয়েছে।
ওমানের উপ-সাগরীয় সৌন্দর্যের মাঝে জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন রাশমিকা মান্দানা। তিনি ইনস্টাগ্রামে সুইমিং পুলের পাশে খাবার খাওয়ার একটি ছবি এবং সৈকতে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এই ছবিগুলোতে তার আনন্দময় মুহূর্তগুলো ধরা পড়েছে। তবে নেটিজেনদের চোখে পড়েছে একটি বিশেষ বিষয়—বিজয় দেবেরাকোন্ডার পোস্টের ছবিগুলোর ব্যাকড্রপ রাশমিকার ছবির সঙ্গে মিলে যায়।
বিজয় দেবেরাকোন্ডা তার ইনস্টাগ্রামেও সৈকতে তোলা কিছু ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে তিনি ঘোড়া চালাচ্ছেন, অন্য একটিতে সূর্যাস্তের দিকে তাকিয়ে আছেন। এই ছবিগুলোর পটভূমি রাশমিকার ছবির সঙ্গে হুবহু মিলে যাওয়ায় নেটিজেনরা মনে করছেন, দুই তারকা একসঙ্গেই জন্মদিনের ভ্যাকেশন উদযাপন করেছেন।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, “এটা রাশমিকার জন্মদিন পালন।” অন্য একজন লিখেছেন, “বিজয় এবং রাশমিকা একসঙ্গে থাকলে কি এটা প্রেমের নতুন অধ্যায়?”
রাশমিকা এবং বিজয়ের সম্পর্কের চর্চা 2023 সাল থেকে শুরু হয়েছে। এক সাক্ষাৎকারে রাশমিকা বিজয় সম্পর্কে বলেছেন, “বিজু আর আমি একসঙ্গে বড় হয়েছি। তাই আমি যাই করি না কেন, তার সঙ্গে জুড়ে থাকে বিজু। তার মতামত আমি সব কাজেই নিই। তিনি আমাকে সবকিছুতেই এগিয়ে দেন। আমার গোটা জীবনে এমনভাবে কাউকে পাশে পাইনি। তাকে আমি খুব সম্মান করি।”
রাশমিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার ওমানের সৈকতে একান্ত মুহূর্ত নিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন জাগিয়েছে। তবে এই দুই তারকার সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেওয়া হয়নি। তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন থাকলেও তারা নিজেদের জীবনের মুহূর্তগুলো পোস্ট করে প্রেম এবং সৌন্দর্যের নতুন অধ্যায় তৈরি করছেন।