শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। ভূমিকম্পটি ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে উৎপত্তি হয়েছিল। সৌভাগ্যবশত, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা মানুষের জীবনহানির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি শুক্রবার বিকেল ৪টা ৫৫ মিনিটে অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে। তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য তারা এখনো কাজ করছেন।
এদিকে, শুক্রবার সকালে মিয়ানমারেও একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। মিয়ানমারের জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS) এক বিবৃতিতে জানিয়েছে, এই ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে ঘটেছিল। এর ফলে আফটারশকের আশঙ্কা দেখা দিয়েছে।