৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (পিএসসি) ভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে তারা সেখানে অবস্থান নেন এবং পিএসসির কাছ থেকে আজকের মধ্যে সিদ্ধান্ত চাইছেন।
চাকরিপ্রার্থীরা বলেন, "পিএসসির চেয়ারম্যান স্যার পরীক্ষা পেছানোর জন্য তিন দিন সময় চেয়েছিলেন। আজ দুই দিন পার হয়েছে। আগামীকাল শুক্রবার। তাই আজকের মধ্যেই আমরা সিদ্ধান্ত চাই।" এ জন্য তারা নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, "চাকরিপ্রার্থীদের সমস্যাগুলো বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। তাদের কথা শোনা হবে।"
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গণমাধ্যমকে বলেন, "আজ দুপুর থেকে একদল লোক নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন। তারা সেখানে বক্তব্য দিচ্ছেন। তবে তারা আজ পিএসসি কার্যালয় ঘেরাও করেননি।"
এর আগে গত মঙ্গলবার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন পিএসসির চেয়ারম্যান।