ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক তাহমিনা রহমানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেছে। 'গ্লোবাল স্ট্রাইক ফর গাজা' কর্মসূচিকে কেন্দ্র করে তার বিতর্কিত মন্তব্য ও নির্দেশনাকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গত সপ্তাহে গাজা সংহতি জানাতে শিক্ষার্থীদের ক্লাস বর্জনের আহ্বান জানালে তাহমিনা রহমান তাদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরবর্তীতে একটি ফেসবুক পোস্টে তিনি ঘটনাটিকে 'ভুল বোঝাবুঝি' বলে উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেন।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সৈয়দ মিজানুর রহমান রাজু আজ সোমবার সংবাদমাধ্যমকে জানান, "প্রাথমিকভাবে তাহমিনা রহমানকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন অনুসরণ করে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"