মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। এর আলোকে ঈদুল আজহা মধ্যপ্রাচ্যে ৬ বা ৭ জুন এবং বাংলাদেশে ৭ বা ৮ জুন উদযাপিত হতে পারে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।
যদি জ্যোতির্বিদ্যার এ তথ্য সঠিক হয়, তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন। বাংলাদেশে এই ঈদ উদযাপিত হবে ৭ বা ৮ জুন।
ঈদুল আজহা বা কোরবানির ঈদ মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই ঈদের ঐতিহ্য জড়িত হযরত ইব্রাহিম (আঃ)-এর সঙ্গে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজ ছেলেকে কোরবানি করতে চেয়েছিলেন হযরত ইব্রাহিম (আঃ)। যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নির্দশন।
বিশ্বের সব সাধারণ মুসল্লি পশু জবাইয়ের মাধ্যমে কোরবানির ঈদ পালন করে থাকেন। এই ঈদে প্রতিটি সক্ষম মুসলিমের উপর কোরবানি করা ফরজ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য।
যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সে হিসেবে এখানকার মানুষ ৭ বা ৮ জুন ঈদ পালন করবেন। এই সম্ভাব্য তারিখগুলো নিশ্চিত হবে জিলহজের চাঁদ দেখার পর সংশ্লিষ্ট ধর্মীয় সংস্থার ঘোষণা অনুযায়ী।
ঈদুল আজহা বা কোরবানির ঈদ মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এই বছর ঈদ উদযাপিত হতে পারে ৬ বা ৭ জুন (মধ্যপ্রাচ্য) এবং ৭ বা ৮ জুন (বাংলাদেশ)।