আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে এমন কোনো শক্তি বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন দলটির নেতা মোহাম্মদ এ আরাফাত। শুক্রবার (২১ মার্চ) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক অডিও সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এছাড়া ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি।
আওয়ামী লীগের পুনর্গঠন প্রসঙ্গে আরাফাত বলেন, "আওয়ামী লীগের পুনর্গঠনের যে কথা উঠেছে, সেটার সঙ্গে দলীয় নেতৃত্বের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। দলের টপ থেকে তৃণমূল পর্যন্ত ৯৯.৯৯ শতাংশ মানুষ তার নেতৃত্বের প্রতি আস্থাশীল। তাই নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ নেই।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এই দেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। এদেশের তৃণমূলের কোণায় কোণায় দলের অবস্থান। বাংলাদেশে রাজাকার, পাকিস্তানি এবং তাদের প্রেতাত্মারাই নিষিদ্ধ হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। যে দেশ জন্ম দেয়, তাকে নিষিদ্ধ করা যায় না।"
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আরাফাত বলেন, "ইউনূসের অধীনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। ইউনূস এবং তার গোষ্ঠী আওয়ামী লীগের বিরুদ্ধে যে আচরণ করছে, তা গ্রহণযোগ্য নয়। তারা গত সাড়ে ১৫ বছর ধরে বলে আসছে যে আমরা ভালো নির্বাচন করি না, লেভেল প্লেয়িং ফিল্ড দেই না। কিন্তু এখন তারা নিজেরাই প্রশাসনকে দলীয়করণ করছে।"
তিনি প্রশ্ন তোলেন, "ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কি সম্ভব ইউনূসের অধীনে? প্রতিটি পদে তারা বিএনপি-জামায়াতের লোকজন বসিয়েছে। তারা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভেঙেছে, প্রতিরোধ গড়ে উঠলে ডেভিল হান্ট চালিয়েছে। এমন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।"
আরাফাত আরও বলেন, "৫ই আগস্টের পর যত হত্যাকাণ্ড হয়েছে, তার জন্য তারা ক্ষমা চাইবে? তোফাজ্জল, মাসুদ ও রাজীবের হত্যাকাণ্ডের জন্য তারা দায় স্বীকার করবে? আমরা ক্ষমতায় থাকাকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, তার দায় আমরা স্বীকার করেছি এবং বিচারের প্রক্রিয়া শুরু করেছি। কিন্তু তারা কেন বিচার করছে না? তারা শুধু আওয়ামী লীগকে দমন-পীড়ন করতে চায়।"
তিনি অভিযোগ করেন, "রাজাকারদের ডিফেন্ডারদেরকে আইসিটিতে প্রধান প্রসিকিউটর হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে শেষ করা, যা কখনো সম্ভব নয়। বিচার তাদের উদ্দেশ্য নয়, বিচার আওয়ামী লীগই করতো।"
- Tags:
- আওয়ামী লীগ
- বাংলাদেশ
আপনার মতামত লিখুন :