ঢাকা

যেসব জিনিসের ওপর জাকাত ফরজ নয় | জাকাতের নিয়মাবলী

ফুলবাড়ীয়া টুডে ডেস্ক

প্রকাশিত: বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫


জাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমান ও সালাতের পাশাপাশি জাকাত একজন মুসলিমের ধর্মীয় দায়িত্বের অপরিহার্য অঙ্গ। কুরআন মজীদে বহুবার সালাত-জাকাতের আদেশ দেওয়া হয়েছে, এবং এর মাধ্যমে আল্লাহর অনুগ্রহ ও মাগফিরাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে জাকাত আদায়ের ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে। আজকের আর্টিকেলে আমরা জানবো যেসব জিনিসের ওপর জাকাত ফরজ নয়।


জাকাত কী?

জাকাত হলো ইসলামের অন্যতম ফরজ ইবাদত, যা নির্দিষ্ট পরিমাণ সম্পদের ওপর আরোপিত হয়। জাকাত আদায়ের জন্য একজন মুসলিমকে সুস্থমস্তিষ্ক, বালেগ এবং আযাদ হতে হবে। এছাড়াও, তার নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে।

১. ব্যক্তিগত ব্যবহার্য জিনিস

নিজের ও পরিবারের প্রয়োজনীয় জিনিস যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান ও বাহনের ওপর জাকাত ফরজ নয়। এগুলো ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত হয় বলে এগুলোর ওপর জাকাত ধার্য করা হয় না।

২. গৃহস্থালির আসবাবপত্র

ঘরের আসবাবপত্র যেমন খাট, চেয়ার, টেবিল, ফ্রিজ, আলমারি ইত্যাদি এবং রান্নার সরঞ্জাম যেমন হাড়ি-পাতিল, থালা-বাটি, গ্লাস ইত্যাদির ওপর জাকাত ফরজ নয়। এগুলো যতই মূল্যবান হোক না কেন, এগুলোর ওপর জাকাত প্রযোজ্য নয়।

৩. পরিধেয় বস্ত্র ও জুতা

ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা পোশাক ও জুতার ওপর জাকাত ফরজ নয়। এমনকি যদি প্রয়োজনের তুলনায় বেশি পোশাক বা জুতা থাকে, তবুও এগুলোর ওপর জাকাত ধার্য করা হয় না।

৪. ব্যবসায়িক প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় আসবাব

দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের এমন আসবাবপত্র যা ব্যবসার পণ্য নয়, তার ওপর জাকাত ফরজ নয়। তবে বিক্রির জন্য রাখা ফার্নিচার বা অন্যান্য পণ্যের ওপর জাকাত ফরজ হবে।

৫. ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ক্রয়কৃত সম্পদ

ঘর-বাড়ি বা দোকানপাট তৈরি করে ভাড়া দিলে সেই সম্পদের ওপর জাকাত ফরজ নয়। তবে ভাড়া বাবদ প্রাপ্ত অর্থের ওপর জাকাত ফরজ হবে।

৬. ভাড়ার জন্য ক্রয়কৃত সামগ্রী

ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ক্রয়কৃত সামগ্রী যেমন ডেকোরেশনের জিনিস, থালা-বাটি ইত্যাদির ওপর জাকাত ফরজ নয়। তবে ভাড়া থেকে প্রাপ্ত অর্থের ওপর জাকাত ধার্য হবে।

যেসব জিনিসের ওপর জাকাত ফরজ নয়, সেগুলোতে যদি সোনা-রুপা সংযুক্ত থাকে, তবে সেই সোনা-রুপার ওপর জাকাত ফরজ হবে।

জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর সঠিক বিধান জানা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক।