ময়মনসিংহে ৫৩ হাজার লিটার ভোজ্যতেল মজুত: ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১৫ দিন কারাদণ্ড ও ৮০ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত করার অপরাধে সুজন বিন্দ ঠাকুর (২৭) নামের একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে নগরীর বিসিক শিল্প এলাকায় এনজি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে সেনাবাহিনী, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান চালানো হয়। এ সময় কারাদণ্ড ও জরিমানা আদায় করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, আসন্ন রমজানকে সামনে রেখে দাম বাড়িয়ে বিক্রি করার জন্য বিপুল পরিমাণ ভোজ্যতেল এনজি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান তাদের গোডাউনে মজুত করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫৩ হাজার লিটার পাম তেল পাওয়া যায়। তবে মালিক মিলন বালা পালকে পাওয়া যায়নি। পরে ম্যানেজার সুজন বিন্দ ঠাকুরকে ১৫ দিনের কারাদণ্ড ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা চাই, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকুক। আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যদি পণ্য মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাসহ থানা পুলিশ সদস্যরা।
- Tags:
- ময়মনসিংহ
আপনার মতামত লিখুন :