ঢাকা
সরকারি চাকরিজীবী

ঈদুল ফিতরে টানা ১১ দিন ছুটির সুযোগ যেভাবে পাবেন

ফুলবাড়ীয়া টুডে ডেস্ক

প্রকাশিত: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৫

ঈদুল ফিতরে টানা ১১ দিন ছুটির সুযোগ যেভাবে পাবেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এবার সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি পাবেন। তবে কিছু কৌশল অবলম্বন করলে টানা ১১ দিন ছুটি ভোগ করা সম্ভব। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলুন জেনে নিই কীভাবে এই দীর্ঘ ছুটির সুযোগ পাবেন।

সরকারি ছুটির তালিকা

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন ৩১ মার্চ সোমবার সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগের দুই দিন (২৯ ও ৩০ মার্চ, শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন (১ ও ২ এপ্রিল, মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এভাবে সবমিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

কীভাবে পাবেন টানা ১১ দিন ছুটি?

যদি কোনো চাকরিজীবী ২৭ মার্চ (বৃহস্পতিবার) এবং ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে এই ছুটির সঙ্গে আরও ৫ দিন ছুটি যুক্ত হবে। কারণ, ২৭ মার্চের আগের দিন ২৬ মার্চ বুধবার সরকারি ছুটি, এবং ৩ এপ্রিলের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এভাবে সবমিলিয়ে টানা ১১ দিন ছুটি ভোগ করা সম্ভব।

ছুটির ক্যালেন্ডার সংক্ষেপে

  • ২৬ মার্চ (বুধবার): সরকারি ছুটি

  • ২৭ মার্চ (বৃহস্পতিবার): ছুটি ম্যানেজ করুন

  • ২৮ মার্চ (শুক্রবার): সাপ্তাহিক ছুটি

  • ২৯ মার্চ (শনিবার): নির্বাহী আদেশে ছুটি

  • ৩০ মার্চ (রোববার): নির্বাহী আদেশে ছুটি

  • ৩১ মার্চ (সোমবার): ঈদুল ফিতর (সাধারণ ছুটি)

  • ১ এপ্রিল (মঙ্গলবার): নির্বাহী আদেশে ছুটি

  • ২ এপ্রিল (বুধবার): নির্বাহী আদেশে ছুটি

  • ৩ এপ্রিল (বৃহস্পতিবার): ছুটি ম্যানেজ করুন

  • ৪ এপ্রিল (শুক্রবার): সাপ্তাহিক ছুটি

  • ৫ এপ্রিল (শনিবার): সাপ্তাহিক ছুটি


ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি পাবেন। তবে কিছু পরিকল্পনা করে ২৭ মার্চ ও ৩ এপ্রিল ছুটি ম্যানেজ করলে টানা ১১ দিন ছুটি ভোগ করা সম্ভব। এই দীর্ঘ ছুটির সুযোগ কাজে লাগিয়ে পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন সবাই।