মধ্যরাতে সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ৫.৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি ঘটে ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটি থেকে ৫৪ কিলোমিটার দূরে খারুপাতিয়া শহরের দক্ষিণ-পূর্বে, ১৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির কেন্দ্র ঢাকা শহর থেকে ৩৫১ কিলোমিটার দূরে ছিল।
যুক্তরাষ্ট্রের ভূত্বাত্তিক অধিদপ্তর (ইউএসজিএস) অনুযায়ী, ভূমিকম্পটি ৫.৩ মাত্রার ছিল এবং এর উৎপত্তি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় এটি কেন্দ্রের কাছে খুবই শক্তিশালীভাবে অনুভূত হয়। সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দারা এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন।
এ বিষয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ সতর্ক করে বলেন, "এই ভূমিকম্পটি বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের খুব কাছেই ঘটেছে। এটি শিলংয়ের ডাউকি ফল্টের কাছে হওয়ায় আগামী ২৪ ঘণ্টায় একাধিক আফটার শক ভূমিকম্প হতে পারে। বিশেষ করে আজ রাতে আরও ছোট ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।"
তবে এই ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা ভূমিকম্পের সময় আতঙ্কিত হলেও পরে পরিস্থিতি শান্ত হয়।
আপনার মতামত লিখুন :