ঢাকা

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক শফিউল আলম

ফুলবাড়ীয়া টুডে ডেস্ক

প্রকাশিত: বৃহস্পতিবার, অক্টোবর ০৩, ২০২৪


ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন নেত্রকোনার মো. শফিউল আলম সুমন। বুধবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর কমিটি ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. শফিউল আলম সুমন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের বাসিন্দা। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মো. সঞ্জু রহমানের ছেলে। শফিউল আলম সুমন স্থানীয় চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর তিনি নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি কর্তৃক জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হন।

সুমন ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কৃতিত্বের সাথে বিএসসি (অনার্স) এবং এমএসসি (গণিত) ডিগ্রি সম্পন্ন করে ২০১৩ সালের ৯ ডিসেম্বর শিক্ষকতা পেশায় যোগদান করেন। এ বছর তিনি প্রাথমিক শিক্ষা পদকের জন্য প্রথমে কেন্দুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।